ওয়াশিংটনে ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বাংলাদেশ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার বিষয়ে গতকাল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে কথা হয়েছে। তবে এ বৈঠকে চার রাষ্ট্রের কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে কি না- জানা নেই।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের পর এ বৈঠক হওয়া এক বিশেষ বার্তা। সীমান্ত বিষয়ে মুখোপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বিষয়ে সমঝোতা রয়েছে। সীমান্তে অপরাধমূলক কাজ বন্ধ করতে বাংলাদেশ সরকার ইতিবাচক ও গঠনমূলকভাবে কাজ করবে বলে আশা করি। অপরাধমুক্ত সীমান্তই হবে আমাদের লক্ষ্য। ভারতীয় গণমাধ্যমে পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই দলের বাংলাদেশ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা প্রতিবেশী দেশের ঘটনাবলির ওপর নজর রাখি। বিশেষ করে ভারতের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কা থাকলে উচিত পদক্ষেপ নিয়ে থাকি।’ তিনি বলেন, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামী ২৬ থেকে ২৯ জানুয়ারি চীন সফর করবেন। তখন তিনি ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ সংক্রান্ত বিষয়ে কথা বলবেন। কারণ নদীর উজানে বাঁধ হলে নিম্ন অববাহিকা রাষ্ট্রের ক্ষতি হবে।