বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিস’-এ করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। তাঁর চিকিৎসার লক্ষ্যে গঠিত মেডিকেল বোর্ডের সভায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা অংশ নেন। সেখানে তারা ওয়ান স্টপ সার্ভিসের মতো চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। বুধবার গণমাধ্যমের কাছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ৮ জানুয়ারি থেকে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। অধ্যাপক ডা. জাহিদ বলেন, তার সর্বশেষ রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছেন এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। দু-এক দিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক তাকে দেখবেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমাদের (দেশীয়) যে চিকিৎসা পদ্ধতিতে তাঁকে তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেসার, রিউমোটো আর্থ্রারাইটিজ প্রত্যেকটির জন্য। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক জাহিদ হোসেন বলেন, তাঁর সার্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশে বন্দি থাকা অবস্থায় চিকিৎসার অভাবে তাঁর বয়স ও রোগে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে যে ধরনের ক্ষতি হয়েছে, বিশেষ করে বিদেশে চিকিৎসার জন্য নিতে না পারায় যে ক্ষতি হয়েছে সবগুলো বিষয় বিবেচনা করে যে পদ্ধতি সবচেয়ে মঙ্গলজনক হবে, সে পদ্ধতি অনুসরণের চিন্তাভাবনা করছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। তিনি বলেন, সেটা হয়তো আগামী দুই-তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেন্ডেড মেম্বার আছেন তারা এ দেশের (লন্ডন) এবং দেশের বাইরের তারা এই ব্যাপারে মতামত দেবেন, পরবর্তীতে সে অনুযায়ী ইনশাআল্লাহ উনার চিকিৎসা চলবে। অধ্যাপক ডা. জাহিদ বলেন, শুধু লন্ডনসহ প্রবাসী নয়, বাংলাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য। তাঁর সুচিকিৎসার জন্য, তাঁর সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য জানান, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে, নিকট আত্মীয়রা বিশেষ করে তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, তিন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান (তারেক রহমানের মেয়ে), জাফিয়া রহমান ও জাহিয়া রহমান (আরাফাত রহমান কোকোর মেয়ে) সবসময়ই এবং দেশের (লন্ডন) বাইরে যারা আছেন- তারা টেলিফোনে সার্বক্ষণিক ম্যাডামের খোঁজখবর নিচ্ছেন।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:২৫, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ওয়ান স্টপ সার্ভিসে চিকিৎসা চলবে খালেদা জিয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর