টানা তিন হারের ধাক্কা সামলাতে একাদশে ছয় পরিবর্তন আনে ঢাকা ক্যাপিটালস। পরিবর্তন আনে ব্যাটিং অর্ডারেও। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো ছন্দে থাকা রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পায়নি। ৭ উইকেটে হেরেছে ৪০ বল আগে। টানা চতুর্থ হারে বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে এসে থেমেছে থিসারা পেরেরার ঢাকা ক্যাপিটালস। বিপরীতে ছন্দে থাকা রংপুর রাইডার্স টানা পঞ্চম জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স টানা পঞ্চম জয় পেয়েছে ৭ উইকেটে। ঢাকা ক্যাপিটালসের ১১১ রান টপকাতে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস খেলেন ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রান এবং খুশদিল শাহর অপরাজিত ২৭ রান। হেলসের রান ৭২.৩৩ গড়ে ২১৭। রান সংগ্রহে তিনি সবার ওপরে। এর পরই সতীর্থ সাইফ হাসান। দারুণ ছন্দে রয়েছেন সাইফ। ৪৯.৭৫ গড়ে রান করেছেন ১৯৯। গতকাল সহজ জয়ের ম্যাচে রান করেছেন ১৫ বলে ১৩। অবশ্য রংপুরের নিউক্লিয়াস হয়ে উঠছেন পাকিস্তানের পক্ষে ওয়ানডে ও টি-২০ খেলা খুশদিল শাহ। বাঁ-হাতি স্পিনার এখন পর্যন্ত উইকেট নিয়েছেন ৯টি। ১২ উইকেট নিয়ে সবার ওপরে তাসকিন আহমেদ। ৯ উইকেট পেয়েছেন রংপুরের ‘স্পিডস্টার’ নাহিদ রানা। ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন ২৭ রানে। আসরে দুবার ম্যাচসেরা হয়েছেন খুশদিল। ২৭ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ১৩ বলে ১ ছক্কা ও ৪ চারে। আসরে খুশদিলের রান ৫ ম্যাচের ৩ ইনিংসে ৯৪। রানা ও খুশদিলের সাঁড়াশি আক্রমণে ঢাকা ১৬.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়। রানা ৩টি ও খুশদিল ২ উইকেট নেন। ১১২ রানের টার্গেটে ১৩.২ ওভারেই পৌঁছে যায় রংপুর রাইডার্স। সোহান বাহিনী আসরে ষষ্ঠ ম্যাচ খেলবে ৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিরুদ্ধে। ঢাকা ক্যাপিটালও একই দিন খেলবে চিটাগং কিংসের বিরুদ্ধে। এদিকে দিনের আরেক ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রিশাদ-জাহানদাদের দারুণ বোলিয়ের পর মায়ার্স-হৃদয়ের মারকুটে ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পেয়েছে ফরচুন বরিশাল। শুরুতে ১২৫ রানে গুটিয়ে যায় সিলেট। রিশাদ ও জাহানদাদ ৩টি করে এবং আশরাফ ২টি উইকেট নেন। জবাবে ১০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। ৭ উইকেটের জয় পায় দলটি।
শিরোনাম
- ইউনূস-মোদি বৈঠক বাংলাদেশের জন্য ইতিবাচক : গোলাম পরওয়ার
- গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
- মার্কিন শুল্কারোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : খলিলুর রহমান
- পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো রাজস্থান
- চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
- মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ
- গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
- শাহবাগে ফুলের দোকানে আগুন
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
প্রকাশ:
০০:০০,
বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:১১,
বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
জয়রথ ছুটছে রংপুরের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর