এবার শেখ রেহানার ছোট মেয়ে ও টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট উপহার নেওয়ার প্রমাণ পেয়েছে ব্রিটিশ গণমাধ্যম সানডে টাইমস। তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালে যখন আজমিনা সিদ্দিকের বয়স ১৮ তখন হ্যাম্পস্টেডের ফিনচল রোডের একটি ফ্ল্যাট উপহার দেন বাংলাদেশের আইনজীবী মঈন গনি। ওই বছরই আজমিনা সিদ্দিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়তে যান। মঈন গনি শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়। এই ফ্ল্যাটের দলিলে কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে ফ্ল্যাটের মালিকানা আজমিনার নামে নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। যিনি এই ফ্ল্যাট উপহার দিয়েছেন সেই মঈন গনিকে ২০২১ সালে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকে বাংলাদেশের প্রতিনিধিদলে যুক্ত করে। তার আগে আওয়ামী লীগের মেয়াদেই বিভিন্ন সময় তিনি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করেছেন বলে উল্লেখ করা হয় রিপোর্টে। এই ফ্ল্যাটের ঠিকানা ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টিউলিপ সিদ্দিক ব্যবহার করেছেন। কোম্পানি হাউস থেকে শুরু করে বিভিন্ন চ্যারিটির ট্রাস্টি হিসেবে এটি তিনি ব্যবহার করেন। টিউলিপের স্বামীর ২০১৬ সাল পর্যন্ত এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এদিকে টিউলিপ সিদ্দিক সানডে টাইমসকে বলেছেন, তিনি তার বোনের বাসার ঠিকানা ব্যবহার করেছেন ও থেকেছেন। এখানে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। আজমিনা সিদ্দিক এই ফ্ল্যাট ২০২১ সালে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করে দেন বলে প্রমাণ পেয়েছে সানডে টাইমস। এদিকে ঠিক দুই দিন আগে টিউলিপ সিদ্দিক ২০০৪ সালে আবদুল মতলিফ নামে আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ডেভেলপারের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নেওয়ার প্রমাণ পায় ব্রিটিশ গণমাধ্যম।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু