এক রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়ে হলিউডি সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থের’ ট্রেইলার প্রকাশ হয়েছে।
এই সিনেমার গল্প এগিয়েছে এক ঝূঁকিপূর্ণ অভিযান ঘিরে। যে অভিযানে প্রতি পদে বিপদ হানা দেয়। ট্রেইলারের ভিডিওতে দেখা যাবে এক জঙ্গল থেকে শেষ জীবিত ডাইনোসরের ডিএনএ উদ্ধার করার চেষ্টা চলছে।
হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসন এই সিনেমায় অভিনয় করেছেন; তার চরিত্রের নাম জোরা বেনেট, যিনি একজন গোপন এজেন্ট হয়েছে। ট্রেইলার বলছে, পৃথিবী থেকে ডাইনোসর সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়নি। পৃথিবীর এক বিচ্ছিন্ন উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এখনো কিছু ডাইনোসর বেঁচে আছে। যা ওই এলাকায় রাজত্ব করছে।
‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ' মুক্তি পাবে চলতি বছরের জুলাই মাসের ২ তারিখে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ