প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। তিনি নজরুলসংগীত সাধনায় মগ্ন দীর্ঘদিন ধরে। নিয়মিত কাজ করছেন। সম্প্রতি ভূষিত হয়েছেন একুশে পদকে। জাতীয় কবিকে নিয়ে তাঁর ভাবনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন - পান্থ আফজাল
অবশেষে একুশে পদকে ভূষিত হলেন, কেমন লাগছে?
সত্যিই ভীষণ আনন্দিত। এই অনভূতি প্রকাশের ভাষা আমার নেই। একজন শিল্পী হিসেবে এমন পুরস্কারে দায়িত্ব আরও বেড়ে গেল। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থেকে গান করে যেতে পারি। আসলে মানুষের ভালোবাসাটাই একজন শিল্পীর জন্য বড় পাওয়া। মানুষ ভালোবাসে বলেই গান গেয়ে যেতে পারছি। আর স্বীকৃতি শিল্পীসত্তার পূর্ণতা দেয়।
আরও আগেই কি এই স্বীকৃতি পাওয়া উচিত ছিল বলে মনে হয়?
সেটা ঠিক। আমারও তাই মনে হয়। আমার সন্তানের বন্ধুরা অনেক সময় বলত, তোমার আম্মা যে মাপের শিল্পী তাঁর তো এ ধরনের বড় পুরস্কার পাওয়া উচিত ছিল। যাহোক, আল্লাহ তাআলার রহমতে একুশে পদক পেয়েছি, এটাই বড় ভালোগার ব্যাপার।
বিটিভিতে তো এখন গানও করছেন?
হ্যাঁ, কিছু অনুষ্ঠান করেছি। এত বছর পর আবারও আমাদের প্রাণের প্রতিষ্ঠান বিটিভিতে গাইতে পেরে ভীষণ ভালোও লাগছে। শিল্পী তৈরিতে এ প্রতিষ্ঠানটির ভূমিকা বর্ণনাতীত। তবে এখনো জানি না, কী কারণে আমাকে দীর্ঘদিন কোনো অনুষ্ঠানে ডাকা হয়নি।
নজরুলসংগীত নিয়ে ভাবনা কী?
চেষ্টা করছি নজরুলের শুদ্ধ বাণী এবং সুরকে অক্ষুণ্ন রেখে গান করতে। নতুন প্রজšে§র কাছে নজরুলের গানগুলোকে খুব সহজে তুলে ধরার জন্য আমার নজরুলসংগীত সমগ্র খণ্ড আকারে বেরও হয়েছে। নজরুলের বিস্তৃতি এত বিশাল যে এই কাজটা ঠিকমতো সম্পূর্ণ করে যাওয়াটা চ্যালেঞ্জের। নজরুলের গবেষণালব্ধ গানগুলোকে নতুন প্রজšে§র কাছে যেতে পারলেই আমি খুশি।
আপনি তো কাজী নজরুল ইসলামকে গান শুনিয়েছিলেন...
জি...নজরুল যখন ধানমন্ডিতে থাকতেন, তখন আমি নজরুলকে গান শুনিয়েছিলাম। একবার আমি আর আমার বোন জান্নাত আরা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অনেক শিল্পীই ধানমন্ডিতে গিয়ে তাঁকে গান শোনাতেন। সেদিন আমার বোন গেয়েছিলেন ‘প্রিয় এমন রাত’ গান। এরপর আমিও নজরুলকে গান শোনাই। নজরুল কথা বলতে পারতেন না। কিন্তু গান শুনে তাঁর সে কী অভিব্যক্তি! তাঁর শরীরে প্রচণ্ড কাঁপুনি খেলছিল, তিনি বারবার এদিক-ওদিক তাকাচ্ছিলেন।
নজরুলসংগীত শিল্পী গড়ে না ওঠার কারণ?
গড়ে উঠছে না তা কিন্তু নয়; হচ্ছে কম। শিল্পী তৈরি হওয়া সহজ ব্যাপার নয়। স্বরলিপি থেকে নজরুলের গান কণ্ঠে ধারণ করা বেশ কঠিন। যে কারণেই আমার মনে হয় ব্যাপক পরিমাণে নজরুল শিল্পী সহজেই তৈরি হওয়াটাও চ্যালেঞ্জের।
নজরুলসংগীত প্রসারে আমাদের মূল বাধা?
ব্যাপকভাবে স্পন্সর পাই না। আমাদের দেশে নজরুলসংগীত নিয়ে অনুষ্ঠান করতে গেলে আমরা স্পন্সর পাই না। নজরুলসংগীতকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য বড় স্পন্সরশিপ কিংবা পৃষ্ঠপোষকতার বিকল্প কিছু নেই।