পরীক্ষাটি সত্যিই তোমাদের দাঁত ব্রাশে উৎসাহিত করবে। একবার যদি তোমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পার, টুথপেস্ট দাঁতের জন্য কত ভালো কাজ করে।
যা করতে হবে :
► সোডা-১, সোডা-২, জুস-১ ও জুস-২। সব এক সারিতে রাখো।
► দুটি গ্লাসের অর্ধেক ব্রাউন সোডা এবং দুটি গ্লাসের অর্ধেক লেবুর রস দিয়ে পূর্ণ কর। আর সব গ্লাসের পেছনে কাগজের নোট রাখো। উদাহরণ স্বরূপ- সোডা-১, সোডা-২ এবং জুস-১, জুস-২।
► একটি ডিম সাবধানে বাটিতে রাখো। এক টেবিল চামচ পরিমাণ টুথপেস্ট নাও এবং ডিমের ওপরে দাও। এবার হাত দিয়ে আলতো করে টুথপেস্টটি চারপাশে ঘষো যতক্ষণ না ডিমটি টুথপেস্টের একটি পুরু স্তরে সম্পূর্ণরূপে ঢেকে যায়। একই কাজ কর হাতে থাকা দ্বিতীয় ডিমের সঙ্গেও।
► আলতো করে টুথপেস্ট মাখানো ডিমগুলো গ্লাসে ডুবিয়ে দাও। যেমন : একটি ডিম সোডা-১ চিহ্নিত গ্লাসে এবং অন্যটি জুস-১ চিহ্নিত গ্লাসে। হাত ধুয়ে নাও।
► একইভাবে বাকি ডিমগুলো, যেগুলোয় টুথপেস্ট লাগানো নেই, সেগুলো অন্য গ্লাসগুলোয় সাবধানে ডুবিয়ে দাও। যেমন : একটি ডিম সোডা-২ চিহ্নিত গ্লাসে এবং অন্যটি জুস-২ চিহ্নিত গ্লাসে। হাত ধুয়ে নাও। ডিমগুলো ১২ ঘণ্টা গ্লাসে রেখে দাও।
► ১২ ঘণ্টা পর, ডিমগুলো এক এক করে সোডার গ্লাস থেকে তুলে নাও। ঠান্ডা পানিতে ধুয়ে তোয়ালে দিয়ে শুকিয়ে নাও। প্রতিটি ডিম সেই স্টিকি নোটের পাশে রাখো। দেখ, ডিমগুলো কি একই রঙের নাকি আলাদা?
ফলাফল :
পরীক্ষায় ডিমের খোসা ‘দাঁতের এনামেল’ (বাইরের স্তর) এর প্রতিনিধিত্ব করে। আর টুথপেস্ট মূলত আমাদের দাঁত পরিষ্কার এবং দাগ প্রতিরোধ করে।