দাদি গেছেন অচিনপুরে
অনেক বছর আগে,
ক্যামনে একা থাকে দাদু
বিয়ের খায়েশ জাগে!
তাইতো তিনি করছেন বিয়ে
বাজছে বাদল বাঁশি,
আপ্যায়নের তরে রাখছেন
কোর্মা পোলাও খাসি।
বর সেজেছেন বুড়ো দাদু
শেরোয়ানি পরে,
টোপর মাথায় দিয়ে তাহার
খুশির ঝলক ঝরে!
রঙ্গেঢঙ্গে যাচ্ছেন তিনি
চড়ে ঘোড়ার গাড়ি,
সঙ্গে নিয়ে নাতি নাতনি
চলছে কনের বাড়ি।
টুকটুকে বউ পেয়ে দাদু
মনের সুখে হাসে,
দাঁতবিহীন বর দেখেই কন্যা
চোখের জলে ভাসে!