গজল, কবিতা আবৃত্তি, খেলাধুলা, চকলেট ও আইসক্রিম প্রদান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘জান্নাতি পাখি শিশুদের ঈদ আনন্দ উৎসব ২০২৫’। শিশুদের মেধা বিকাশ এবং তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আজ শনিবার (৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত গড়াই নদীপাড়ের একটি রেস্টুরেন্ট চত্বরে এমন ব্যতিক্রমী আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় শতাধিক শিশু অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির কবি, ছড়াকার ও শিশু সাহিত্যিক মো. সোহেল আমিন বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু।
বিডি প্রতিদিন/আশিক