রাজশাহীর মোহনপুুরে সইপাড়া এলাকায় বিলকুমারি বিলের ডোবা থেকে মস্তকবিহীন একটি লাশ পাওয়া গেছে। লাশটি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে গত ৯ মার্চ রাতে নিজ জমিতে পানি সেঁচ দিতে গিয়ে নিখোঁজ হন সইপাড়া গ্রামের আলতাফ (৫২) হোসেন। ডোবায় পুঁতে রাখা লাশটি তারই হতে পারে।
স্থানীয়রা জানান, আলতাফকে হত্যা করে লাশটি সেখানে পুঁতে রাখা হয়েছিল। তবে স্থানীয়রা রবিবার দুপুরের দিকে ওই ডোবায় লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশের একটি টিম ও সিআইডির একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ঘটনার পরে সইপাড়া গ্রামের আলতাফ হোসেনের প্রতিবেশি রুস্তমের ছেলে শরিফুল ও রাসেল এলাকা ছেড়ে পালিয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মৃতদেহটি নিখোঁজ আলতাফ হোসেনের বলেই ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত করে বা পরিবারের সদস্যদের মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা হবে।
বিডি প্রতিদিন/এএ