ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ৫ ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিলোনিয়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ভারতের বিলোনিয়া (একই নামীয় চেকপোস্ট) ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্বদেশে ফেরতরা হলেন ভারতীয় নাগরিক সেলশন পাঙ্খোয়া, চুপা পাঙ্খোয়া, অন্ত ত্রিপুরা, বিনয় ভীল ও প্রদীপ ভীল।
জানা যায়, দীর্ঘ ৬ বছর সাজা ভোগের পর সেলশন ও চুপা পাঙ্খোয়া এবং ৪ বছর সাজা ভোগের পর অন্ত ত্রিপুরা, বিনয় ও প্রদীপ ভীল নিজ দেশ ভারতে ফিরেছেন।
এসময় উপস্থিত ছিলেন দু’দেশের সীমান্ত 'বিলোনিয়া' ক্যাম্পের বিজিবি-বিএসএফ, কাস্টম ও পুলিশ সদস্যরা।
বিডি প্রতিদিন/হিমেল