কুষ্টিয়ার কুমারখালীতে মুখোশধারী সন্ত্রাসীরা বালুঘাটের টোল বক্সে হামলা চালিয়ে ম্যানেজারকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার কিছু আগে কয়া ইউনিয়নের গড়াই নদীর সৈয়দ মাছ উদ রুমী সেতুর নিচে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ম্যানেজার মো. সবুজ (৩৫) কুষ্টিয়ার সদর উপজেলার জগতি এলাকার শহিদুলের ছেলে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, ঘটনার সময় চার-পাঁচটি মোটরসাইকেলে করে ১০-১৫ জন মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী বালুঘাটে এসে শ্রমিকদের মারধর শুরু করে। এরপর টোল বক্স থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ম্যানেজার সবুজের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এরপর এলোপাতাড়ি গুলি ছুড়ে এলাকা ছাড়ে তারা।
বালুঘাটের সঙ্গে যুক্ত রাকিবুল ইসলাম জানান, সন্ত্রাসীদের সবার মুখ বাঁধা ছিল এবং তারা ভারি আগ্নেয়াস্ত্র বহন করছিল। এ ঘটনায় দেড় থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানান ঘাটের একজন পার্টনার। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মো. সবুজ বলেন, সন্ত্রাসীরা হঠাৎ এসে মারধর শুরু করে। আমার পায়ে গুলি করে টাকা নিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১০টা ৫২ মিনিটে ১১ জন মুখোশধারী কাশেমপুরের দিক থেকে গুলি ছুড়তে ছুড়তে ঘাটে আসে। তারা শ্রমিক ও ম্যানেজারকে মারধর করে এবং টোল বক্স থেকে টাকা ছিনিয়ে নেয়।
কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ বলেন, বালুঘাটে সন্ত্রাসীদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এখনো কাউকে আটক করা যায়নি।
উল্লেখ্য, এর আগে ৯ ফেব্রুয়ারি কুমারখালীর সদকী ইউনিয়নের জিলাপিতলা বালুঘাটেও একই ধরনের হামলা হয়েছিল। সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ