বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ থানা পুলিশের জন্য দুইটি ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) দেয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে দুই থানায় ওই ট্রলার দুইটি দেয়া হয়। ট্রলার দুইটি হস্তান্তর উপলক্ষ্যে বরিশাল নগরীর ডিসিঘাট এলাকায় এক অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুই থানার ওসির কাছে ট্রলার হস্তান্তর করে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, নৌ-পুলিশ সুপার নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেদওয়ান আহমেদ, শারমিন সুলতানা রাখি, আলাউল হাসান, সহকারী পুলিশ সুপার ইকরামুল আহাদ প্রমুখ।
হিজলা থানার পক্ষে ওসি আবুল কালাম আজাদ ও মেহেন্দিগঞ্জ থানার পক্ষে মো. মাহবুবুর রহমান ট্রলার দুইটি গ্রহণ করেন। এ সময় ডিআইজি বলেন, নদী মাতৃক এলাকা হিজলা ও মেহেন্দিগঞ্জ। এই দুই থানা পুলিশ ট্রলার দুটি দিয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবে।
বিডি প্রতিদিন/এএ