নানা আয়োজনে মানিকগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে মানিকগঞ্জে চিত্রাংকন, কুইজ ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ জানুয়ারি) মানিকগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডাঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড: আজাদ হোসেন খান, ড্যাবের সভাপতি ডা: বদরুল আলম চৌধুরী, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সসম্পাদক আব্দুল্লা আল মামুন, অর্থ বিষয়ক সম্পাদক এস এম আতোয়ার রহমান, মোঃ ননুরু মিয়া, আনিছুর রহমান মৃধাসহ অনেকে। প্রতিযোগিতায় জেলার ৩৫টি স্কুল ও কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ উপলক্ষে সন্ধায় জিয়া স্মৃতি পাঠাগার চত্ত্বরে কেক কাটেন প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির। এ সময় জিয়া স্মৃতি পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ