মুন্সিগঞ্জের সিরাজদিখানে গার্মেন্ট কর্মীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বাবুল (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল সিরাজদিখান উপজেলার চর চসুমদ্দিন গ্রামের শামসুদ্দিনের ছেলে। এর আগে শুক্রবার রাতে প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, বাবুলকে গতকাল আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারি রাতে ওই গার্মেন্ট কর্মী সিরাজদিখানের মোল্লাকান্দি বালুরচর গ্রামের ডিসি প্রজেক্ট-সংলগ্ন স্থানে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়।