কুমিল্লায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত সদর দক্ষিণ, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। সদর দক্ষিণ থানা পুলিশ জানায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে খালে অজ্ঞাত এক পুরুষের ভাসমান মৃতদেহ পাওয়া যায়। তার শরীরে জ্যাকেট ছিল। লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে আলতাফ হোসেন (৩৭) নামে একজনের লাশ। তিনি প্রগতি ইন্স্যুরেন্সে চাকরি করতেন। মনোহরগঞ্জের বান্দুয়াইন গ্রামে সড়কের পাশে পড়ে ছিল নারীর মৃতদেহ। তিনি ওই গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।