আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় কারারুদ্ধ যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গী কলেজগেট এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মানববন্ধন শেষে সমাবেশ শুরু হয় এবং বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
নূরুল ইসলাম সরকার মুক্তি সংগ্রাম পরিষদের আয়োজনে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। সমাবেশের সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ। সঞ্চালনা করেন প্রভাষক বশির উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আলহাজ সালাহ উদ্দিন সরকার, বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, ছাত্রদল নেতা আইয়ুব আলী, কারারুদ্ধ নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম রনি প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গী নোয়াগাঁও স্কুল মাঠে স্বেচ্ছাসেবক লীগের এক সম্মেলনে কমিটি ঘোষণার পরপরই দলীয় সন্ত্রাসীদের গুলিতে খুন হন আহসান উল্লাহ মাস্টার। এ ঘটনায় আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান মতি বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে টঙ্গী থানায় একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের আসামি করা হলেও তৎকালীন যুবদলের কেন্দ্রীয় শ্রম ও শিল্পবিষয়ক সম্পাদক নূরুল ইসলাম সরকারসহ বিএনপির অঙ্গসংগঠনের মোট ৫ জনকে রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।