পর্দানশিন নারীদের ছবিবিহীন এনআইডি কার্ডসহ তিন দফা দাবিতে সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত ছাত্রী এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ১৬ বছর ধরে নাগরিকত্ব না দেওয়ার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িত স্বৈরাচারদের শাস্তির দাবি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা। তাদের অন্য দুটি দাবি হলো- পর্দানশিন নারীদের মানবাধিকার হরণ করা ইসি কর্মকর্তাদের বিচার এবং পর্দানশিন নারীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ায় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা।
সমাবেশে শিক্ষার্থীদের হাতে ‘পর্দানশিন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা মানবতাবিরোধী অপরাধ’, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মুখচ্ছবি দেখে পরিচয় যাচাই মূর্খতার লক্ষণ’, ‘আমার চেহারা আমি দেখাবো না, এটা আমার প্রাইভেসির অধিকার’, ‘পরিপূর্ণ পর্দা করা আমার সাংবিধানিক অধিকার’সহ বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।