বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। সরকার, রাজনৈতিক দল, প্রশাসন, সেনাবাহিনী, বুদ্ধিজীবী, সাংবাদিক সকল মহলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি’ আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম দোলন, সিনিয়র সাংবাদিক সৈয়দ তোসারফ আলী, সাংবাদিক জহিরুল হক রানা, জসিম উদ্দিন, আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক, সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মাসুদ আহমেদ, ডিইউজে’র নির্বাহী সদস্য রাজু আহমেদ, মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন, এম জি কিবরিয়া, ডিইউজে সদস্য আব্দুস সামাদ খান প্রমুখ।
অনুষ্ঠানে ডিইউজে সদস্য আব্দুস সামাদ খান বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতির এডহক ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিডি প্রতিদিন/আরাফাত