শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রদলের উদ্যোগে গণসেহরির আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এ ব্যতিক্রমী আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণসেহরির আয়োজন করেন ছাত্রদল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এসময় ক্যাম্পাসের অসংখ্য শিক্ষার্থী একসঙ্গে সেহরি করেন। মেয়েদের জন্যে ছিল হল ভিত্তিক পার্সেল ব্যাবস্থা। আয়োজকরা জানান, রমজানের সিয়াম সাধনায় শিক্ষার্থীদের সহযোগিতা করতেই তারা এ উদ্যোগ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা বলেন, আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। রমজান সংহতি ও সহমর্মিতার মাস। এ আয়োজন তারই প্রতিফলন।
সেহরি করতে আসা শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, ছাত্রদল একটি সুন্দর উদ্যোগ নিয়েছে এরকম উদ্যোগ এর আগে কখনো কেউ নেয়নি। আমরা চাই এরকম উদ্যোগ ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতামূলকভাবে চলতে থাকুক। আজকে ছাত্রদল ইফতার করাচ্ছে, আগামীকালকের ইফতার শিবিরের পক্ষ থেকে হোক। সেহরি করলাম ছাত্রদলের, ইফতার করলাম শিবিরের, এভাবেই ভালো প্রতিযোগিতা চলতে থাকুক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও করুক এমন আয়োজন।
এ বিষয়ে শেকৃবি ছাত্রদল সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, আমরা শেকৃবি ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে এ ধরনের গণসেহরির আয়োজন করেছি। শিক্ষার্থীরা পরামর্শ দেয় এ ধরনের আয়োজন আগে কোথাও হয়নি। আমাদের গণসেহরিতে প্রায় ১৮০০ জন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নিরাপত্তা রক্ষীর জন্য সেহরির আয়োজন করেছি। এখানে প্রায় ২ হাজারেরও অধিক লোকসমাগম ঘটেছে। মেয়েদের খাবারগুলো আমরা মেয়েদের হলে পৌঁছে দিয়েছি।
শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, গত জুলাই আগস্ট মাসের অভ্যুত্থানে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য এবং আমাদের সকলের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা শেকৃবি ছাত্রদলের পক্ষ থেকে গণসেহরির আয়োজন করেছি। আমাদের আয়োজনের আরেকটা অন্যতম উদ্দেশ্য আমাদের নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা। আমাদের এখানে ছাত্রীদের জন্য আলাদা পার্সেলের ব্যবস্থা করা হয়েছে এবং ছাত্র ভাইদের সাথে একসাথে বসে খাওয়ার মাধ্যমে যেন আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়। এখানে ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে সকলকে যেনো আমরা এক ছাতার নিচে নিয়ে আসতে পারি সেজন্যই এই আয়োজন।
বিডি প্রতিদিন/এএ