রাজধানীর উত্তরখানে ভাড়া বাসায় হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি দুইদিন আগে ওই বাসায় আত্মীয় পরিচয়ে ওঠা ‘নিখোঁজ’ দুই তরুণ-তরুণীকে খুঁজছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এসব তথ্য জানান উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
তিনি বলেন, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। ইতোমধ্যে পুলিশের একটি টিম এই ব্যাপারে কাজ শুরু করেছে। পাশাপাশি দুইদিন আগে ওই বাসায় আত্মীয় পরিচয়ে ওঠা ‘নিখোঁজ’ সেই তরুণ-তরুণীকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। অভিযান অব্যাহত আছে।
এর আগে গতকাল সোমবার ভোরে রাজধানী উত্তরখান মাজার রোডের পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে খুন হন সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া (৫০)। বিকেলে নিকটস্থ লেকভিউ হাসপাতাল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল