নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় মো. নয়ন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) সকাল ৮ টায় (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের ভান্ডারীপুল এলাকায় লেকের পানিতে ভাসছিল নয়নের মরদেহটি।
বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
নিহত যুবক জামালপুর জেলার সদর থানার রনরামপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।
পুলিশ জানায়, নয়ন এক মাস পূর্বে নিজগ্রাম থেকে সিদ্ধিরগঞ্জ এসে তার মামার বাড়িতে বসবাস করছিল। তিনি গত বুধবার সন্ধ্যায় ইফতার করে মামার বাড়ি থেকে বের হবার পর আর খোঁজ মিলেনি। শুক্রবার সকালে স্থানীয় জনতা ডিএনডি লেকে তার মরদেহ ভাসমান অবস্থা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
(ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, মৃত ব্যক্তি বুধবার থেকে নিখোঁজ হলেও তার স্বজনরা থানায় অভিযোগ দিতে আসেনি। পরিবার বলেছে নিহত নয়নের মৃগী রোগ ছিল। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন