রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হাতিরঝিল থানার ইনসাফ-বারকাহ হাসপাতালের বিপরীতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে মগবাজার ইনসাফ বারাকাহ হাসপাতালের বিপরীতে ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারীর নাম-পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/এএম