বরিশালে মওলানা ভাসানী পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর ফকির বাড়ি রোডে এ আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, সহ সম্পাদক লিটন হাওলাদার, অর্থ সম্পাদক আরিফুর রহমান মিরাজ, দপ্তর সম্পাদক রুবিনা ইয়াসমিন, ক্রীড়া সম্পাদক হাছিব আহমেদ, সদস্য সুমি হক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, পাঠচক্র সম্পাদক নাহিদ ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্য দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, 'সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ। মওলানা ভাসানী পাঠাগার প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড পরিচালনা করছে। মওলানা ভাসানী হচ্ছে আমাদের গণমানুষের অকৃত্রিম বন্ধু। তার আদর্শে বাস্তবায়নের মাধ্যমে আমাদের বৈষম্যমুক্ত বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব।'
বিডি প্রতিদিন/মুসা