জামিনে মুক্ত হয়ে কারা ফটকে আবারও আটক হয়েছেন রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ। বুধবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। কারাগারের বাইরে আসলে তাকে আটক করা হয়। আগে থেকে সেখানে অবস্থান করছিলেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশ সাবেক এমপি আবুল কালাম আজাদকে আটক করে নিয়ে গেছে। এ বিষয়ে পরে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
গত বছরের ২ অক্টোবর রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করেছিল। এরপর থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই