সিলেটের নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে শুরু হয়েছে তিনদিনব্যাপী ফ্যাসিবাদবিরোধী তারুণ্যের উৎসব। এ উপলক্ষে সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও কলেজ গভর্নিং বডির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে যারা ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শরিক ছিলেন, তাদেরকে সবসময় সম্মানজনক জায়গায় রাখতে হবে। ফ্যাসিবাদের দোসরদের সকল জায়গা থেকে উৎখাত করতে হবে।
কলেজ অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রধান এম. এ আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর বলেন, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য আমাদের তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হতে উদ্বুদ্ধ করতে হবে। ফ্যাসিবাদবিরোধী এই তারুণ্য মেলা এক্ষেত্রে চমৎকার ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. সিরাজুল ইসলাম, দাতা সদস্য নাজমুল হোসেন এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা শাহ কামাল উদ্দিন, লোকমান আহমদ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল