সিলেট-তামাবিল মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে জৈন্তাপুর উপজেলার উমনপুর টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমেল আহমদ চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রুমেল আহমদ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সিলেট গ্যাস ফিল্ড সংলগ্ন উমনপুর টার্নিং পয়েন্টে আসার পর জাফলংগামী গেইটলক বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদেও হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।
তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেছে। আমরা বাসটি শনাক্ত করতে পেরেছি, চালককে আটকের চেষ্টা চলছে।’
বিডি প্রতিদিন/জামশেদ