দীর্ঘ চারবছর পর 'ই ইউনিট' (চারুকলা অনুষদ) বিএফএ (সম্মান) প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা দিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
(শুক্রবার) সকাল ১০ টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে একযোগে 'ই ইউনিট' চারুকলা অনুষদে ৬০ টি আসনের বিপরীতে ২৩ জন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা লড়াই করেছেন। ১ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল প্রায় শতকরা প্রায় ৭৪ ভাগ।
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতির এ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ব্যবহারিক অংশে ৪৮ এবং বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ ছিল। তবে বহুনির্বাচনি অংশে ছিল না কোনো নেগেটিভ নম্বর।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, সবকিছু খুবই সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমরা শিক্ষক-শিক্ষার্থী সহ সবাইকে সহযোগিতার জন্য সাধুবাদ জানাই। অবশেষে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা শুরু করেছি। যা সত্যি স্বস্তি ফিরিয়ে এনেছে সকলের মাঝে। আশাকরি খুব দ্রুত পরীক্ষা শেষ করে ফলাফল প্রকাশিত হবে।
আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের ( ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৩টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। এবার বিভিন্ন সমস্যা দেখিয়ে ৪ বছর পর গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিডি প্রতিদিন/আশিক