‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি আবুল হাসান। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ। এতে সংগঠনের নতুন কমিটির সদস্যরা পরিচিতি পর্বে অংশ নেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আবুল হাসানকে সভাপতি এবং সাকিব মাহমুদকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘের বরগুনা জেলার ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১ মার্চ) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন নাজমুল হক, জিয়াউর রহমান, মো. মিজানুর রহমান। সহ-সভাপতি সামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুলহাস আহমেদ, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মারিয়া মায়া, নারীবিষয়ক সম্পাদক সাকিবুন নাহার অন্নী, প্রচার সম্পাদক মো. সাব্বির, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসা. মরিয়ম স্বর্না, ক্রীড়া সম্পাদক আরাফাত ইসলাম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সিফাত, শিক্ষা ও পাঠ্যচক্রবিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার।
সভায় উপস্থিত বক্তারা শুভসংঘের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী দিনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান। তারা সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বরগুনায় বসুন্ধরা শুভসংঘকে আরও সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্য সদস্যরা শুভসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মতামত প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় যেসব কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়-রমজান মাসে এতিম শিশুদের নিয়ে ইফতার পার্টি আয়োজন, মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা, বাল্যবিবাহ নিয়ে সচেতনতামূলক সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পিং, শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, বিনামূল্য ব্লাড গ্রুপিং, পাঠ্যচক্রসহ বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করে বসুন্ধরা শুভসংঘের বরগুনা জেলা শাখার বন্ধুরা।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক উন্নয়ন, শিক্ষা, মানবসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। বরগুনার নতুন কমিটি সেই ধারাবাহিকতায় তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত