বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি উপজেলা শাখার আয়োজনে নৌ ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দিনভর এই আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক ও র্যাফল ড্র অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে।
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা শুভসংঘের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে স্বরূপকাঠি থেকে বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড়ে ভাসমান সবজি চাষের এলাকায় যায়। সেখানে তারা পানির ওপর ভাসমান নানা ধরনের সবজি চাষের ক্ষেত দেখে মুগ্ধ হন। রান্নার ফাঁকে তারা ট্রলারে এবং নৌকায় ওই এলাকার ক্ষেতগুলো ঘুরে দেখেন।
দুপুরে শুভসংঘের সদস্যরা পূর্ব মধ্য উমারেরপাড় দাখিল মাদরাসার মাঠে দুপুরের খাবার খেয়ে সেখানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তারা নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানে মাতিয়ে রাখেন। তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক পর্ব উপভোগ করতে ওই এলাকার লোকজন অনুষ্ঠানস্থলে ভিড় জমায়। পরে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।
সব শেষে খেলাধুলা ও র্যাফল ড্র এ বিজয়ী সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন ডা. শহিদুল ইসলাম রাতুল, কালের কণ্ঠ প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু, উপজেলা শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ রাজু, অর্থবিষয়ক সম্পাদক মামুনর রশিদ, নারীবিষয়ক সম্পাদিকা উম্মে কুলসুম হাসি, পাঠাগারবিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুগ্ধ হাসান, ব্যবসায়ী আব্দুর রহিম, সাংবাদিক আবু ইউসুফ প্রমুখ।
এমন সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য বনভোজনে অংশগ্রহণকারীরা স্বরূপকাঠি উপজেলা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিনিধি/হিমেল