সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের খুব বেশি ক্রিকেটারের দেশের বাইরে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলার সুযোগ পান না। এবার পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে এপ্রিলে ঘরের মাঠে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজে সম্ভাব্য স্কোয়াডে থাকার কথা লিটন ও নাহিদকে। সেজন্য ধারণা করা হয়েছিল, বিসিবি ছাড়পত্র দেবে না পিএসএল খেলার সুযোগ পাওয়া টাইগার তিন ক্রিকেটার। কিন্তু বিসিবি তাদের খেলার সুযোগ দিচ্ছে। লিটন ও রিশাদকে পিএসএলে পুরো খেলার ছাড়পত্র দিচ্ছে। নাহিদ হয়তো টুর্নামেন্টে শুরুর দুই সপ্তাহ পর যাবেন। পিএসএল শুরু হবে ১১ এপ্রিল। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট ২০-২৪ এপ্রিল, সিলেট এবং ২৮ এপ্রিল-২ মে, চট্টগ্রামে। তিন ক্রিকেটারের ছাড়পত্র দেওয়ার বিষয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বিসিবি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে ক্রিকেটারদের পিএসএল খেলার বিষয়টি। কোন কোন ক্রিকেটারকে কতদিন করে খেলার অনুমতি দেওয়া হবে, সেটাও বিজ্ঞপ্তিতে জানানো হবে।’ তবে শোনা যাচ্ছে লিটন ও রিশাদকে পিএসএলে পুরো খেলার অনুমতি দিয়েছে বিসিবি এবং ‘স্পিডস্টার’ নাহিদকে স্বল্প সময়ের জন্য অনুমতি দিয়েছে। নাহিদ হয়তো সিলেটে প্রথম টেস্ট খেলবেন। এরপর পিএসএলে খেলতে যাবেন।
পিএসএলে নাহিদ খেলবেন পেশোয়ার জালমিতে। লিটন দাসের দল করাচি কিংস এবং রিশাদের দল লাহোর কালান্দার্স। পিএসএলে খেলার বিষয়ে নাহিদ নিজেই জানিয়েছেন, ‘পিএসএল খেলার জন্য বিসিবি আমাকে ছাড়পত্র দিয়েছে। ২৬ এপ্রিল থেকে খেলতে পারব। পেশোয়ার জালমির সঙ্গে এখনো কথা হয়নি। ঈদের পরে হয়তো আলোচনা হতে পারে আমি কবে যোগ দেব।’ ২০-২৪ এপ্রিল বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট সিলেটে। ১১ এপ্রিল শুরু পিএসএলে ২৬ এপ্রিল পর্যন্ত পেশোয়ার ৫টি ম্যাচ খেলে ফেলবে। অবশ্য নাহিদের বদলে অন্য কাউকে নেওয়ার সুযোগ ছিল পেশোয়ারের। কিন্তু দলটি নতুন কাউকে নেয়নি। অন্যদিকে লিটনকে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ দিলেও তিনি খেলতে পারবেন কি না, সন্দেহ রয়েছে। নতুন বলে খেলতে করাচি কিংসে রয়েছেন আরেকজন ওপেনার নিউজিল্যান্ডের টিম সাইফার্ট। পিএসএলের আগে লিটন আইপিএল, সিপিএল ও লঙ্কান প্রিমিয়ার লিগ খেলেছেন। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন এবারই প্রথম দেশের বাইরে কোনো টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন। এর আগে অবশ্য কানাডা গ্লোবাল টি-২০ লিগ ও বিগ ব্যাশে খেলার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু নানান কারণে খেলতে পারেননি। লাহোর কালান্দার্সে কোনো লেগ স্পিনার না থাকায় রিশাদের খেলার সম্ভাবনা রয়েছে।