বিকেএসপিতে মোহামেডান ও শাইনপুকুর মুখোমুখি হয়েছিল সোমবার, ২৪ মার্চ। অষ্টম রাউন্ডের ম্যাচটিতে বরাবরের মতো টস করতে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। টস করে ফিরেওছিলেন মোহামেডানের সাজঘরে। এরপরই সবকিছু নাটকের স্ক্রিপ্টের মতো লেখা হয়ে যায়! সাজঘরে ফেরার পর মোহামেডান অধিনায়ক তামিমের ম্যাসিভ হার্ট অ্যাটাক করে। এরপর দ্রুততার সঙ্গে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করে দেখা যায় হার্টের রক্তনালির একটি শতভাগ ব্লক। রিং পরানো হয়। ঈদের ছুটিতে যাওয়ার আগে বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের সবচেয়ে বেদনায়ক ঘটনা এটাই। তামিম এখন সুস্থ। প্রিমিয়ার ক্রিকেটের ওই ম্যাচটি অবশ্য জিতেছিল মোহামেডান।
টানা আট রাউন্ড খেলা শেষে ঈদের ছুটিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট। ১২ দলের প্রিমিয়ার ক্রিকেটের নবম রাউন্ডের খেলা শুরু হবে ৬ এপ্রিল। ঈদের ছুটিতে লিগ বন্ধ হওয়ার আগে পর্যন্ত পয়েন্ট টেবিলের সবার ওপরের দল আবাহনী। দলটির পয়েন্ট ৮ ম্যাচে এক হার ও ৭ জয়ে ১৪। সমান ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে রানরেটে দুই ও তিনে অবস্থান করছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং মোহামেডান ক্লাব। ১০ পয়েন্ট নিয়ে রানরেটে চার ও পাঁচে প্রাইম ব্যাংক এবং অগ্রণী ব্যাংক। ৯ পয়েন্ট নিয়ে ছয় ও সাতে লেজেন্ডস অব রূপগঞ্জ এবং গুলশান ক্রিকেট ক্লাব। ৬ পয়েন্ট আটে ধানমন্ডি ক্লাব এবং ৫, ৪, ৩ ও ২ পয়েন্ট নিয়ে নয়, দশ, এগারো ও বারো নম্বরে অবস্থান করছে যথাক্রমে ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স স্পোর্টিং, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটার্স ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
ব্রাদার্স, পারটেক্স, রূপগঞ্জ টাইগার্স ও শাইনপুকুর থেকে রেলিগেশন লিগ খেলবে শেষ তিন দল। পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল খেলবে প্রিমিয়ার লিগের সুপার লিগ। খেলা বাকি এখনো তিনটি করে। ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। নাজমুল হোসেন শান্তর দলটির সুপার লিগ নিশ্চিত। গাজী ক্রিকেটার্স, মোহামেডান, প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক ও লেজেন্ডস অব রূপগঞ্জ বাকি পাঁচ দলের মধ্যে চারটি খেলবে সুপার সিক্স।
অষ্টম রাউন্ড শেষে কোনো দল অপরাজিত নেই। নাজমুল শান্তর নেতৃত্বে আবাহনী দুরন্ত ক্রিকেট খেলছে। বর্তমান চ্যাম্পিয়নদের একমাত্র হার লিগের সূচনা ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। এরপর টানা সাত ম্যাচ জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবারের লিগে এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচে ৪০০ ঊর্ধ্ব স্কোর হয়েছে। প্রাইম ব্যাংক ৫০ ওভারে ৮ উইকেটে ৪২২ রান করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ম্যাচটিতে ১২৫ বলে ১৮ চার ও ৮ ছক্কায় ১৭৬ রান করেন মোহাম্মদ নাইম শেখ। প্রিমিয়ার ক্রিকেটের বর্তমান আসরে প্রাইমের স্কোরটি সর্বোচ্চ দলগত এবং ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটেও সর্বোচ্চ এবং প্রথম ৪০০ ঊর্ধ্ব স্কোর। নাইমের স্কোরটিও ব্যক্তিগত সর্বোচ্চ। লিগে এখন পর্যন্ত ৩০০ ঊর্ধ্ব স্কোর হয়েছে ৯টি। সেঞ্চুরি ২৩টি। ২টি করে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, তামিম ইকবাল ও পারভেজ হোসেন ইমন। অষ্টম রাউন্ড পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন এনামুল বিজয়। গাজীর অধিনায়ক ও ওপেনার এনামুল ৮ ম্যাচে ৮৮.৩৩ গড়ে রান করেছেন ৫৩০। আর কোনো ক্রিকেটার পাঁচ শর ঘরে রান করেননি। ৮ ম্যাচে ৪৯১ রান নাইমের, ইমরুল রান করেছেন ৮ ম্যাচে ৪৩০, পারভেজ ইমন ৮ ম্যাচে ৪১৩ ও সোহান ৮ ম্যাচে ৪০১ রান করেন। তামিমের রান ৮ ম্যাচের ৭ ইনিংসে ৩৬৮।
৮ ম্যাচে শেষে সবচেয়ে বেশি উইকেট আবাহনীর বাঁহাতি স্পিনার রাকিুবল হাসানের। ৮ ম্যাচে উইকেট ১৭। মোহামেডানের বাঁ হাতি স্পিনার তাইজুলের উইকেট ৮ ম্যাচে ১৬টি। আরেক বাঁ হাতি স্পিনার আরাফাত সানির উইকেট ৬ ম্যচে ১৪টি। আশ্চর্য হলেও সত্যি, সর্বোচ্চ তিন উইকেট শিকারিই বাঁহাতি স্পিনার। এক ম্যাচে ৫টি করে উইকেট নিয়েছেন তিন বোলার। সেরা বোলিং স্পেল মাহফুজুর রহমান রাব্বির, ৯-২-১৮-৫। সামিউল বশিরের স্পেল ১০-৩-২৭-৫ এবং আল আমিনের স্পেল ১০-০-৫০-৫।