সেঞ্চুরি করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি এখন ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন আবাহনীকে। বিকেএসপি-৩ নম্বর মাঠে নাজমুলের সেঞ্চুরিতে আবাহনী ৪ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জকে। ষষ্ঠ রাউন্ড শেষে পঞ্চম জয়ে আবাহনী এখন সবার ওপরে। বিকেএসপি-৪ নম্বর মাঠে মোহামেডানকে ৬৫ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৬ ম্যাচে ৫ জয়ে দুইয়ে উঠেছে গাজী। ম্যাচে সেঞ্চুরি করেছেন এনামুল বিজয়। মিরপুর স্টেডিয়ামে ধানমন্ডি ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গাজীর বিপক্ষে মোহামেডানের ডান হাতি পেসার তাসকিন আহমেদ দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন। তার রেকর্ড গড়া স্পেল ১০-০-১০৭-৩। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডস ছিল গাজী টায়ার্সের ইকবালের, তিনি ৯ ওভারের স্পেলে দিয়েছিলেন ১০৪ রান। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দিয়েছিলেন ১০ ওভারে ১০৪ রান। ওয়ানডেতে সবচেয়ে বেশি রান দেওয়ার মালিক নেদারল্যান্ডসের বাস ডে লেডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে ১০ ওভারে ১১৫ রান দিয়েছিলেন। বিকেএসপি-৩ নম্বর মাঠে প্রথম ব্যাটিংয়ে রূপগঞ্জ ৬ উইকেটে ২৯২ রান করে। দলটির পক্ষে জোড়া হাফ সেঞ্চুরি করেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। সাইফ ৬৭ ও জয় ৫৮ রান করেন। নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন ২টি করে উইকেট নেন। ২৯৩ রানের টার্গেটে আবাহনী ৮ বল হাতে রেখে জিতে যায়। ১ রানে প্রথম উইকেটের পতনের পর দ্বিতীয় উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন জিশান আহমেদ ও নাজমুল শান্ত। জিশান ৪৩ রান করলেও নাজমুল সেঞ্চুরির ইনিংস খেলেন। ১০৮ বলে ১১ চার ও ২ ছক্কায় সাজানো তার ম্যাচসেরা ১০১ রানের ইনিংস। বিকেএসপিতে আরেক ম্যাচে অধিনায়ক এনামুল বিজয়ের ১৪৯ রানে ভর করে গাজী গ্রুপ সংগ্রহ করে ৩৩৬ রান। জবাবে মোহামেডানের ইনিংস থেমে যায় ২৭১ রানে। মিরপুরে প্রথম ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক ৫ উইকেটে ৩০৮ রান করে। জবাবে ২৫৩ রানে গুটিয়ে যায় ধানমন্ডি ক্লাব।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি