গতকাল বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। ঠিক একই দিনে আরব আমিরাত সফরের দুটি ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়বে দলটি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাফুফে। তবে এই স্কোয়াডে নেই সাবিনা, কৃষ্ণা, সানজিদাসহ ‘বিদ্রোহী’ ১৮ ফুটবলার। বিজ্ঞপ্তি অনুযায়ী, দলে বেশ কয়েকজন নতুন মুখের পাশাপাশি সিনিয়র দলে খেলেছেন এমন খেলোয়াড়ও আছেন।
বাংলাদেশ স্কোয়াড : আফিদা খন্দকার, ইয়ারজান, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, ঐশী সুলতানা, তনিমা বিশ্বাস, মেঘলা রানী, মারিয়াম বিনতে হান্না, কানন আক্তার, আকলিমা খাতুন, বন্যা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, অয়ন্ত বালা, জয়ন্ত বিবি রিতা ও নাবরিন খাতুন।