আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে ভারত। তারা চারবার ফাইনাল খেলে দুইবার এই ট্রফি জয় করেছে। প্রথমবার ২০০০ সালে ফাইনাল খেলে ভারত। সেবার হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। এরপর ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় তারা। ২০১৩ সালের ফাইনালে হারায় ইংল্যান্ডকে। ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের কাছে পরাজিত হয় ভারত।