একের পর এক চোটের কারণে খেলতে পারেননি শেষ দেড় বছর। তাই যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ফিরলেন সেখানেই। জল্পনার অবসান ঘটিয়ে ছোট বেলার ক্লাব সান্তোসেই ফিরছেন নেইমার জুনিয়র। সোমবার সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে দুই পক্ষের যৌথ সম্মতিতে। আরবের এ ক্লাবে ৭ ম্যাচে করেন একটি গোল। তবে ৭ বছর বয়সে ব্রাজিলের ক্লাব সান্তোসে শুরু করেন পেশাদারি ফুটবল। দলটির হয়ে ২২৫ ম্যাচে ১৩৬ গোল এবং ৬৪ অ্যাসিস্ট রয়েছে তাঁর।
সবকিছু ঠিক থাকলে ৬ ফেব্রুয়ারি সান্তোসের জার্সিতে দেখা যাবে নেইমারকে। তবে ইউরোপিয়ান ফুটবলে ফিরবেন কি না, সেটা সময়ই বলবে।