ঢাকায় শুরু হওয়া বিপিএলের অনেক কিছুই বদলে গেছে সিলেটে। ঢাকায় নির্দিষ্ট কিছু ম্যাচ ছাড়া বাকিগুলোতে ছিল দর্শকখরা। তা ছাড়া টিকিট নিয়ে ‘আগুনকাণ্ডও’ অনেক বিতর্কের জন্ম দিয়েছে। সিলেটে এসব ছিল না। প্রায় প্রতি ম্যাচেই দর্শকরা স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ করেছেন। জার্সি, রংতুলি, পতাকা দিয়ে বিপিএলকে রাঙিয়েছেন। ঢাকা পর্বের অনেক কিছু সিলেটে বদলে গেলেও বদলায়নি রংপুর রাইডার্সের জয়ের ধারা। ঢাকায় টানা তিন জয়ের পর সিলেটেও টানা তিন জয় পেয়েছে দলটা। বিপিএলের দ্বিতীয় পর্ব সিলেটে শুরু হয়েছিল রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে। গত ৬ জানুয়ারি নুরুল হাসান সোহানরা সিলেট স্ট্রাইকারকে হারিয়ে দেন। রংপুর রাইডার্সের ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বিপিএলের সিলেট পর্ব। আজ এ পর্বের শেষ ম্যাচে রংপুর মুখোমুখি হবে খুলনা টাইগার্সের।
সিলেটে রংপুর রাইডার্স আগের তিনটা ম্যাচেই জয় পেয়েছে। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে ৮ উইকেটে। এরপর ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে এবং ফরচুন বরিশালকে ৩ উইকেটে হারিয়েছে দলটা। টানা ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিপিএলে শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স। আজ সপ্তম ম্যাচ জিতলে শীর্ষ চার অনেকটাই নিশ্চিত হয়ে যাবে দলটার। এবারের বিপিএলে এখনো পর্যন্ত নিজেদের শীর্ষ ফেভারিট প্রমাণ করেছে রংপুর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে দুবার পরাজিত করেছে দলটা। ব্যাটিংয়ে সাইফ হাসান, অ্যালেক্স হেলস, নুরুল হাসান সোহানরা দুর্দান্ত ফর্মে আছেন। হেলস এরই মধ্যে দুরন্ত এক সেঞ্চুরি করেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ৫৬ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বোলিংয়ে ফর্মে আছেন রংপুরের নাহিদ রানা, খুশদিল শাহ, শেখ মেহেদি হাসানরা। খুশদিল ও নাহিদ রানা দুজনই শিকার করেছেন ৯টি করে উইকেট। মেহেদির শিকার ৭ উইকেট। এমনকি ফিল্ডিংয়েও দলটা দারুণ। প্রতিপক্ষকে তিন দিক দিয়ে চেপে ধরে জয় ছিনিয়ে আনে রংপুর রাইডার্স।
গতকাল রংপুর রাইডার্স অনুশীলন করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটডোরে। আজকের ম্যাচের জন্য পরিকল্পনা সাজিয়ে নিয়েছেন কোচ মিকি আর্থারা। সিলেট থেকে সব ম্যাচে জিতেই দলটা চট্টগ্রামে যেতে চায়। চট্টগ্রামে বিপিএলের তৃতীয় পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। এই পর্বে রংপুর রাইডার্স ম্যাচ খেলবে দুটি। ১৭ জানুয়ারি তারা মুখোমুখি হবে চিটাগং কিংসের। এরপর ২৩ জানুয়ারি খেলবে দুর্বার রাজশাহীর সঙ্গে। চট্টগ্রাম পর্বেই সম্ভবত বিপিএলের শীর্ষ চার দল নিশ্চিত হয়ে যাবে। অবশ্য গ্রুপ পর্বের ম্যাচ এরপর ঢাকাতেও হবে (১০টি)। ঢাকায় ফিরে আরও তিনটি ম্যাচ খেলবে রংপুর রাইডার্স।