অ্যালেক্স হেলস একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। সাইফের বাউন্ডারিগুলো দৃষ্টি কাড়ছে দর্শকদের। রংপুর রাইডার্সের বোলাররাও আগুনে বোলিংয়ে মাতিয়ে রেখেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চলমান বিপিএলে ব্যাটে-বলে অপ্রতিরোধ্য এক দল রংপুর রাইডার্স। কী রহস্য তার!
‘আমাদের দলের মধ্যে বোঝাপড়াটা দারুণ। একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারি। তা ছাড়া কোচদের পরিকল্পনা অনুযায়ী আমরা কঠোর পরিশ্রম করি। সেগুলো ম্যাচে বাস্তবায়ন করি। আমার মনে হয়, সফলতার এটাই রহস্য।’ টানা পঞ্চম জয়ের পর ম্যাচসেরার পুরস্কার হাতে সংবাদ সম্মেলনে এসে এভাবেই বললেন তরুণ পেসার নাহিদ রানা। বল হাতে দুরন্ত পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এ তরুণ তারকা। একের পর এক ম্যাচে আগুন ঝরিয়ে চলেছেন তিনি। গতকালও তার বোলিং তোপের মুখে পড়েছে ঢাকা ক্যাপিটালস। লিটন কুমার দাস (৯ রান), আলাউদ্দিন বাবু (১৬ রান) এবং আমির হামজার উইকেট শিকার করেন নাহিদ। চার ওভারে ২১ রানে ৩ উইকেট। বিপিএলের চলমান আসরে ৯ উইকেট নিয়ে তিনি যৌথভাবে দুই নম্বরে। শীর্ষে আছেন তাসকিন (১২ উইকেট)। রংপুর রাইডার্সের খুশদিল শাহর শিকার ৯ উইকেট। গতকালও তিনি দুই উইকেট শিকার করেছেন মাত্র ১৪ রানে। উইকেট শিকারের তালিকায় শীর্ষ পাঁচে আছেন রংপুরের শেখ মেহেদিও। তিনি ৭ উইকেট শিকার করে চার নম্বরে অবস্থান করছেন। রংপুর রাইডার্সের বোলারদের মতোই দুরন্ত ব্যাটাররাও।
অ্যালেক্স হেলস এবারের বিপিএলে এখনো পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করেছেন। রংপুর রাইডার্সের এ তারকা ক্রিকেটার ৫ ম্যাচে ২১৭ রান করে শীর্ষে অবস্থান করছেন। সিলেট পর্বের প্রথম দিনে সেঞ্চুরি উপহার দিয়েছিলেন হেলস। গতকাল খেললেন ২৭ বলে ৪৪ রানের দারুণ এক ইনিংস। এই ইনিংসে চারটি চার ছাড়াও ছিল তিনটি ছক্কার মার। রানের সংখ্যায় চলমান বিপিএলে হেলসের পরেই আছেন রংপুর রাইডার্সের সাইফ হাসান। তিনি ১৯৯ রান করেছেন। ইফতিখার আহমেদ ১১৩ রান নিয়ে খুব বেশি দূরে নেই।
একের পর এক ম্যাচ জয়ের পরও মাটিতেই পা রাখছেন রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। যেমনটা বলে গেলেন নাহিদ রানা। ‘নিজের খেলা নিয়ে যত কম সেটিসফাইড থাকব ততই ভালো করার তাড়না থাকবে।’ এমনকি নিজের প্রসংশাও খুব একটা পছন্দ করেন না নাহিদ। অন্যরা কী বলছে, সেদিকে কানও দেন না খুব একটা। কোচদের পরামর্শে নিজের কাজটা করে যান এক ধ্যানে।
সিলেটে এসে বিপিএলের নানা রং দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। এখানে ২০০ পার করা ইনিংস দেখেছেন তারা। দেখলেন চলমান বিপিএলের সর্বনিম্ন রানও। গতকাল ছয়টা পরিবর্তন এনে দল সাজায় ঢাকা ক্যাপিটালস। টানা পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চেয়েছিল দলটা। কিন্তু নাহিদ রানাদের বোলিং তোপে চলতি বিপিএলের সর্বনিম্ন রান করে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস (১১১ রান)। এর আগে ঢাকা পর্বে চিটাগং কিংসের বিপক্ষে সর্বনিম্ন ১১৪ রানে অলআউট হয় দুর্বার রাজশাহী। গতকাল ঢাকা ক্যাপিটালসের দেওয়া লক্ষ্য ১৩.২ ওভারেই পাড়ি দেয় রংপুর রাইডার্স। ৭ উইকেটের জয়ে ৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান আরও মজবুত করল মিকি আর্থারের দল। অন্যদিকে টানা চার ম্যাচে পরাজিত হয়ে বিপদে আছে ঢাকা ক্যাপিটালস।
অবশ্য এ অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানোর আশা রাখে দলটা। গতকাল সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘আমাদের এখনো সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। দলগতভাবে পারফর্ম করতে পারলেই জয়ে ফেরা সম্ভব।’ কাল প্রথম জয়ের খোঁজে চিটাগং কিংসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। রংপুর রাইডার্স কাল খেলবে ফরচুন বরিশালের সঙ্গে।