চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে বসছে ৮ দলের নারী বিশ্বকাপ ক্রিকেট। স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা চূড়ান্ত। বাকি ৩ দলের জন্য লড়াই করছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ সফরে যদি নিগার সুলতানার নেতৃত্বে বাংলদেশ সিরিজ জিতে যায়, তাহলে বিশ্বকাপে খেলবে। ক্যারিবীয় সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবেন নিগাররা। সেন্ট কিটসে ১৯, ২১ ও ২৪ জানুয়ারি খেলাগুলো হবে। ৩ ম্যাচ টি-২০ সিরিজ ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে।
বাংলাদেশ নারী স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মুস্তারি, ঝর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।