সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন প্রলম্বিত করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচিত সরকারই সর্বক্ষেত্রে সংস্কার সাধন করবে। অতি জরুরি সংস্কার দ্রুত শেষ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি প্রতিবেশী দেশের সহযোগিতায় নতুন করে ষড়যন্ত্রের বিস্তার ঘটাবে। তিনি বলেন, ভারতীয় আগ্রাসন ও সীমান্ত হত্যার বিরুদ্ধে সরকারের দৃশ্যমান জোরালো প্রতিবাদ করা উচিত। গতকাল বিপ্লবী উদ্যান চত্বরে চট্টগ্রাম-১০ নির্বাচনি এলাকা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা বৃত্তি উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেলের সভাপতিত্বে তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান তূর্য। আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, শামসুল আলম, এম এ সবুর, নুরুল আমিন, জসীম উদ্দীন জিয়া, শেখ নুরুল্লাহ বাহার, জেলী চৌধুরী ও স ম জামাল প্রমুখ।