মাথার দু’পাশে চুল নেই। কিন্তু মাঝের অংশের চুল লম্বা করেছিলেন তরুণ। চুলের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কম যত্ন নিতেন না তিনি। এমনকি বিশ্বরেকর্ড করার স্বপ্নও দেখেছিলেন তরুণ। কিন্তু প্রথম চেষ্টায় তা ব্যর্থ হয়। তবুও হাল ছাড়েননি তিনি। বার বার চেষ্টা করে স্বপ্নপূরণে সফল হন তিনি। ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এ নাম তুলে বিশ্বনজির গড়ে তুললেন তরুণ। সম্প্রতি ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এর সামাজিক যোগাযোগের মাধ্যমের পেজ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে।
জানা গেছে, সেই তরুণের নাম জোসেফ গ্রিসামোর। আমেরিকার মিনেসোটা এলাকার বাসিন্দা তিনি। মাথার দু’দিকে চুল কাটিয়ে শুধুমাত্র মাঝখানের চুল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণ। চুলের এই বিশেষ ধরনের ছাঁটটি ‘মোহিকান’ নামেও পরিচিত। দু’দিক থেকে চুল না বাড়িয়ে শুধু মাঝের অংশের চুল লম্বা করছিলেন তরুণ। ২০১৬ সালে চুলের দৈর্ঘ্যের জন্য বিশ্বনজির গড়ে ফেলবেন বলে ভেবেছিলেন জোসেফ।
কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হন তিনি। পাঁচ বছর পর জোসেফ তাঁর স্বপ্নপূরণ করেন। ২০২১ সালে গিনেসের খাতায় নাম ওঠে তাঁর। জানা গিয়েছে, হেয়ার স্প্রে দিয়ে মাঝের চুল দাঁড় করালে তার দৈর্ঘ্য দাঁড়ায় ১২৯.৪ সেন্টিমিটার ৪.২৪ ফুট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ