৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন এবং দেশ ত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়ের পর বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে শীতলতা আসে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, এটাই চিরস্থায়ী নয়, খুব শিগগিরই সম্পর্কে উষ্ণতা ফিরে আসবে। এমনকি পশ্চিমবঙ্গে সরস্বতীপূজা প্যান্ডেলেও টানানো ছিল সেই মৈত্রীর বার্তা। হাওড়া জেলার সাঁতরাগাছির একটি ক্লাবের প্যান্ডেলে এবারের থিম ভারত-বাংলাদেশ মৈত্রী। উদ্দেশ্য দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক মজবুত করা।
সাঁতরাগাছির হ্যাপি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন দুই দেশের মানুষের মধ্যে যাতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যায় সে উদ্দেশ্যেই এবার ৩০তম বর্ষের সরস্বতীপূজার থিম ‘ভারত বাংলাদেশ মৈত্রী’। গোটা প্যান্ডেলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ছবির পাশাপাশি ছোট ছোট হাতে লেখা পোস্টারে সম্প্রীতির বার্তা ছিল। যেহেতু দুই বাংলার ভাষা বাংলা, সে কারণে বর্ণপরিচয়ের প্রতিটি অক্ষর মা সরস্বতীর প্রতিমার পাশে ব্যবহার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ক্লাব সদস্য পিয়ালী দে জানান, ‘একাত্তরের পর থেকে বহু মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে সরকারি কলোনিতে বসবাস করছে। আমাদের অনেক আত্মীয় এখনো সে দেশে বসবাস করছেন। আমরা চাই তারা যেন সে দেশে শান্তিতে বসবাস করতে পারেন। এজন্য দরকার দুই দেশের মধ্যে সম্প্রীতির পরিবেশ। ভারত সরকারকে আহ্বান জানাব তারাও যেন এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে।’