২০২৪ সালে চীনের জনসংখ্যা টানা তৃতীয় বছরের মতো কমেছে। পূর্ব এশিয়ার এ পরাশক্তি এখন ক্রমবর্ধমান জনমিতি সংকটের মুখে। গতকাল চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, গত ১২ মাসে দেশটির জনসংখ্যা ১৩ লাখ ৯০ হাজার কমে ১৪০ কোটি ৮০ লাখে দাঁড়িয়েছে। মৃত্যুহার জন্মহারকে ছাড়িয়ে যাওয়ায় এ হ্রাস অব্যাহত রয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
চীনের জনসংখ্যা ১৯৮০-এর দশক থেকেই ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তবে ২০২২ সালে প্রথমবারের মতো মৃত্যুহার জন্মহারকে ছাড়িয়ে যায়। এর আগে ১৯৬১ সালে ‘গ্রেট লিপ ফরোয়ার্ড’ কর্মসূচির কারণে সৃষ্ট দুর্ভিক্ষে ২ কোটি মানুষের মৃত্যুর সময় এ ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল। জন্মহার বাড়াতে বেইজিংয়ের বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও দীর্ঘমেয়াদি এ প্রবণতা রোধ করা সম্ভব হয়নি। এনবিএস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বহিরাগত পরিবেশের বিরূপ প্রভাব বাড়ছে। - আলজাজিরা