যুক্তরাষ্ট্রে হ্যাকিংয়ের অভিযোগে ১২ চীনা নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির আইন বিভাগ। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি সংস্থার তথ্য চীন সরকারের কাছে পাচারের অভিযোগ তোলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইন বিভাগের তথ্যানুযায়ী, কোনও রাষ্ট্রের মদদেই মার্কিন সরকারি সংস্থাগুলোকে লক্ষ্য করে ওই সাইবার হামলা চালানো হয়েছে। যার মধ্যে মার্কিন অর্থ মন্ত্রণালয়ও রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে- হ্যাকাররা শুধু সরকারি সংস্থা নয় বরং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানেও ওপরও সাইবার হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং হংকংভিত্তিক একটি পত্রিকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং।
গত ডিসেম্বরে চীনের সহায়তায় হ্যাকিংয়ের একটি বড় খবর প্রকাশ করেছিল মার্কিন অর্থ মন্ত্রণালয়। তাদের দাবি অনুযায়ী, সেসময় মন্ত্রণালয়ের ওয়ার্কস্টেশন এবং অশ্রেণিবদ্ধ কিছুর নথির অ্যাক্সেস নিয়েছিল হ্যাকাররা। তখনও ওই অভিযোগ অস্বীকার করেছিল চীন।
অভিযোগটিকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করে বেইজিং জানিয়েছে, তারা সব ধরনের হ্যাকিংয়ের বিরোধিতা করে। সূত্র: বিবিসি, রয়টার্স, এপি
বিডি প্রতিদিন/একেএ