পশ্চিম তীরের ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তুলকার্ম এবং জেনিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিরোধের মুখে রীতিমতো হিমশিম খাচ্ছে দখলদার বাহিনীটি।
সারায়া আল-কুদস-তুলকার্ম ব্রিগেড জানিয়েছে, তারা ক্যাম্পের বিভিন্ন ফ্রন্টে ঘণ্টার পর ঘণ্টা আইডিএফের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত ছিল এবং তারা আইডিএফ সেনাদের হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
আল-আকসা শহীদ ব্রিগেড নিশ্চিত করেছে, তারা তুলকার্ম ক্যাম্পে ইসরায়েলি সেনাদের মুখোমুখি হয়ছিলো। যেখানে তারা শুহাদা পাড়া, মুকাতা'আ অক্ষ এবং আল-আল-মুরাব্বা অক্ষে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত রয়েছে।
তাদের পক্ষ থেকে ফিলিস্তিনি সূত্রগুলো পশ্চিম তীরের উত্তরে তুলকার্ম শিবিরে প্রতিরোধ এবং আইডিএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ অব্যাহত রয়েছে।
জেনিনে আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তারা শিল্প অক্ষে আইডিএফের সাথে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছে। যেখানে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি এবং বিস্ফোরক ডিভাইস ছুঁড়েছে। সেখানেও নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে।
পশ্চিম তীরে আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন যে আইডিএফ তুলকার্ম এবং জেনিন ক্যাম্পে ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল