দেশ-বিদেশের মজাদার সব রেসিপি নিয়ে আরটিভির বিশেষ রান্নার অনুষ্ঠান ‘এক্সপার্ট শেফস স্টুডিও’ প্রচার হবে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এর প্রতি পর্বে দেশ-বিদেশের রান্না ও রেসিপি নিয়ে হাজির হন দেশের একজন খ্যাতিমান রন্ধনশিল্পী অথবা শেফ। সেই ধারাবাহিকতায় আজ দুটি মজার রান্না ও রেসিপি নিয়ে হাজির হচ্ছেন রান্নায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত রন্ধনশিল্পী সোনিয়া রহমান। তিনি রান্না করে দেখাবেন- ‘নান্দুস স্পাইসি চিকেন’ ও ‘লাহোরি ফিশ কাবাব’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সালসাবিল লাবণ্য ও প্রযোজনায় শিবলী জিয়া।