ঈদে ঘরেফেরা মানুষদের নিরাপত্তা নিশ্চিতে দ্বীপজেলা ভোলায় কোস্টগার্ড সদস্যরা ইলিশা ফেরিঘাট, ইলিশা লঞ্চঘাটসহ সবকটি ঘাটে তাদের টহলদারি জোরদার করেছে। আজ শনিবার ভোর থেকে বিভিন্ন লঞ্চঘাটে অবস্থান নিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করতে দেখা যায় তাদের।
এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রীবহন কিংবা অবৈধ ছোট ছোট নৌ-যানগুলোকে আটকে দিতে দেখা যায়।
এ ব্যাপারে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন, লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৪ মার্চ থেকে ভোলা, ইলিশা, হাতিয়া, লক্ষ্মীপুর নোয়াখালীসহ দেশের বিভিন্ন নৌপথে যাত্রীদের নিরাপত্তার জন্য টহল অভিযান পরিচালনা করছে।
বিডি প্রতিদিন/জামশেদ