আন্তর্জাতিক বন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে ঝিনাইগাতীর বনে সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গজনী এলাকার বনরানী রিসোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল।
এতে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ. ন.ম. আব্দুল ওয়াদুদ প্রধান অতিথি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সামি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় ইলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্য, বিভিন্ন সালে সৃজিত বনবাগানের স্টেকহোল্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বনবিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বন এবং বন্যপ্রাণী সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এএম