ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত ইসলামিক অলিম্পিয়াডের তিনদিনব্যাপী প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দিনব্যাপী গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার পর বিকেলে এক আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রশিদ আলম, স্বপ্ন কলি শিল্পী গোষ্ঠীর পরিচালক এম ইসমাইল হায়দার, ব্যতিক্রম সাহিত্য সংসদের সাবেক পরিচালক এস এম জুবায়ের, এবং অনলাইন পেইজ ‘প্রতিদিনের ঠাকুরগাঁও’-এর অ্যাডমিন রবিউল এহসানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত এবং ইসলামিক কুইজের দুটি গ্রুপে সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আলোচনা সভা শেষে ইসলামিক অলিম্পিয়াডের তিনটি বিভাগের ছয়টি গ্রুপে মোট ১৮ জন বিজয়ীকে ১ লাখ ৮ হাজার টাকা নগদ পুরস্কার, সম্মাননা স্মারক, সার্টিফিকেট, টি-শার্ট ও চা-সিলিন্ডার উপহার দেওয়া হয়।
এর আগে, গত ১০ মার্চ স্থানীয় অনলাইন পেইজ ‘প্রতিদিনের ঠাকুরগাঁও’-এর আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়।
বিডি প্রতিদিন/আশিক