মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে জেলা মহিলাদল।
সোমবার সকাল ১১-১২টা পর্যন্ত দিনাজপুর শহরের নিমতলা মোড় এলাকায় এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে জেলা মহিলা দলের ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহীন সুলতানা ডিউটি।
এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন দুলাল ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, মাগুরাসহ সারাদেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা আরো বেপরোয়া হয়ে উঠবে। তাদের এমন শাস্তি দিতে হবে যাতে অন্যরা সতর্ক হয়ে যায়।
মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি বলেন, ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাই অবিলম্বে নারী ধর্ষক ও নির্যাতনের বিচার করার জন্য অন্তর্বর্তিকালিন সরকারের প্রতি দাবি জানান তিনি।
মানববন্ধন শেষে নিমতলা প্রেসক্লাবের সামনে থেকে এক বিশাল মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলরোডস্থ জেলা বিএনপি'র কার্যালয়ে গিয়ে শেষ করে।
এ ছাড়াও সোমবার সকালে বোচাগঞ্জে সম্মিলিত কোচিং পরিবারের ব্যানারে শত শিক্ষার্থীর কন্ঠে তুমি কে আমি কে আছিয়া, আছিয়া, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নেই এই শ্লোগানে মুখরিত হয়ে দেশব্যাপী সংঘঠিত ধর্ষনের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন, জেমি আক্তার, মোঃ রিফাতুজ্জামান রিফাত, মোঃ ঈশান আল মাহমুদ, মোঃ মাহদী আল মুবিন, মোঃ সেলিম পারভেজ, বিজয় দেবশর্মা, মোঃ মিরাজুল ইসলাম, হাসিবুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মাহবুব হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজমুল